উল্টোরথে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। সক্রিয় মৌসুমী অক্ষরেখা। ঘূর্ণাবর্ত এবং পূর্ব পশ্চিম অক্ষরেখা। এর ত্রিফলার প্রভাবে আগামী সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে।

আজ, শনিবার উল্টোরথে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, নদিয়া এবং পূর্ব বর্ধমানে শনি ও রবিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

বিক্ষিপ্ত ভাবে ঝড়-বৃষ্টি চলবে কলকাতাতেও। রাজ্যে সক্রিয় রয়েছে বর্ষার বাতাস। তার জেরে এখন বেশ কয়েক দিন টানা বৃষ্টি চলবে। জ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা নেই তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলতে পারে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলাতেও দুর্যোগের সম্ভাবনা রয়েছে। উইকেন্ডে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে। উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। শনি ও রবিবার বৃষ্টির সম্ভাবনা কম। কলকাতায় মূলত মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে।

কলকাতায় আজ শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ২২ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.০ সেলসিয়াস কম, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৬ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৯১ থেকে ৯৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে ৩ মিলিমিটার।

Leave a comment