বৃষ্টিতে ভেস্তে গেলো দিল্লি বনাম হায়দ্রাবাদের ম্যাচ।

নিয়মমতো দু’দল-ই ১ পয়েন্ট করে পেয়েছে। হায়দ্রাবাদ ১১ ম্যাচে পয়েন্ট পেলো ৭ বাকি তিনটে ম্যাচ জিতলেও পয়েন্ট হবে ১৩। যেখানে ১৪ ও তারও বেশি পয়েন্ট পেয়েছে চারটি দল।

তবে এই এক পয়েন্ট পেয়ে স্বস্তিতে দিল্লি। সুতরাং ১১ ম্যাচে ১৩ পয়েন্ট পেলো দিল্লি। পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে রইলো তারা। যেখানে ১১ টি ম্যাচ খেলে কলকাতার ঝুলিতে ১১ পয়েন্ট এলেও কলকাতার চেয়ে এগিয়ে গেলো দিল্লি।

টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় হায়দ্রাবাদ। এবং কামিন্সের দুরন্ত বোলিং এ বিপর্যস্ত হয়ে পড়ে দিল্লি। স্কোর হয় ১৩৩/৭। পাওয়ার প্লে তে তিনটি উইকেট তোলেন‌ কামিন্স। মাত্র ৪ ওভারে ১৯ রান দিয়ে ৩টি উইকেট তোলেন। যদিও এতোকিছুর পরেও পাওয়ার প্লে তে যাওয়ার আশা কার্যত শেষ হায়দ্রাবাদের।

Leave a comment