২২ এপ্রিল পেহেলগামে জঙ্গি হামলার পরেই সীমান্ত সুরক্ষায় জোড় দিয়েছে ভারত। একাধিক পদক্ষেপ নেওয়ার সাথে সাথেও মিলিটারি ইন্টেলিজেনসও জোর দিচ্ছে ভারত।

এবার স্ট্র্যাটোস্ফিয়ারিক এয়ারশিপের উড়ানের সফল ট্রায়াল হ’ল ৩ মে। মাটি থেকে ১৭ কিলোমিটার উচ্চতায় যন্ত্রচালিত পেলোড সহ ট্রায়াল হয় এই এয়ারশিপের।

মধ্যপ্রদেশের শেওপুর ট্রায়াল সাইটে প্রথম ফ্লাইট-ট্রায়াল হয়। এই যান্ত্রিক বিমানটি ভারতের পক্ষ থেকে পৃথিবী পর্যবেক্ষণ ও গোয়েন্দা বিভাগীয় তদন্তের ক্ষেত্রে ব্যবহৃত হবে।

Leave a comment