কালীগঞ্জে উপনির্বাচনে তৃণমূলের প্রতীকে জয়লাভের পর বিধানসভায় অনুমতি চেয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বৈসকে চিঠি পাঠানো হয়েছিল। সদ্য বর্ষাকালীন অধিবেশন শেষ হওয়ার পর আগামীকাল অর্থাৎ বুধবার বিকেল ৩ টের সময় আলিফা আহমেদকে শপথবাক্য পাঠ করাবেন করাবেন রাজ্যপাল। এমধটাই সূত্রের খবর।
আলিফা আহমেদের ক্ষেত্রে শপথবাক্য পাঠ করানো নিয়ে কোনও জটিলতা সৃষ্টি হয়নি বলেই খবর। এর আগে শীতকালীন অধিবেশনে ৬ উপভোটে জয়ীদের শপথ বাক্য পাঠ করাতে রাজ্যপালকে আমন্ত্রণ জানানো হয়েছিল।
এর আগে রেয়াত হোসেন সরকার ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ নিয়েও দানা বাধে জটিলতা। তবে এইবার সেই জটিলতা থাকছে না বলেই সূত্রের খবর।

Leave a comment