যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজে প্রাক্তন ছাত্রছাত্রীদের উপর ছাত্র সংসদের অনুষ্ঠান ও কর্মকাণ্ডে অংশগ্রহণে কড়া বিধি জারি করল কলেজের তৃনমূল ছাত্র পরিষদ। সোমবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,কলেজে পড়াশোনা শেষ করার পর কোনও প্রাক্তন ছাত্র বা ছাত্রী পরবর্তী ৫ বছর কলেজের কোনও অনুষ্ঠানে আমন্ত্রণ পাবেন না এবং অংশগ্রহণ করতেও পারবেন না। আজ থেকেই এই নীতি কার্যকর হয়েছে।

সাম্প্রতিক কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে এই ‘৫ বছরের কুলিং পিরিয়ড’ বাধ্যতামূলক করা হয়েছে। এই সময়কালে প্রাক্তনরা কোনওরকম আমন্ত্রণ, বক্তৃতা কিংবা ইউনিয়নের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে যুক্ত হতে পারবেন না। অন্যদিকে সরস্বতী পুজো বা বিশেষ কিছু খেলা যেমন প্রাক্তন বনাম বর্তমান ক্রিকেট বা ফুটবল ম্যাচের মতো আলাদা কিছু অনুষ্ঠানে এই ‘কুলিং পিরিয়ড’ প্রযোজ্য হবে না।

ডঃ বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে এই নীতিকে কার্যকর করা হয়েছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। অভিযুক্ত মনোজিৎ মিশ্র প্রাক্তনী হয়ে যাওয়ার পরেও কলেজে ব্যাপকভাবে প্রভাবশালী হিসেবেই পরিচিত ছিল। অস্থায়ী চাকরি ছাড়াও ছাত্র ইউনিয়ন সহ অন্যান্য ক্ষেত্রে তার প্রভাবশালী হওয়ার প্রমাণ মিলেছে। সেই ধরনের ঘটনা এড়াতেই দক্ষিণ কলকাতার আরো একটি ল কলেজে এই সিদ্ধান্ত নেওয়া হল বলে মনে করছেন অনেকেই।

Leave a comment