আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গেও।

বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে দক্ষিণবঙ্গে। বাংলাদেশ সংলগ্ন এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত। এর ফলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারি থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।আজ বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ-সহ মূলত হালকা ঝড় বৃষ্টির পূর্বাভাস।

মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির আশঙ্কা। বুধবার মেদিনীপুরে অতি ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি এবং হাওড়াতে রয়েছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলাতে।

আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা এখনও স্বাভাবিকের নীচে রয়েছে। বাতাসে জলীয় বেশি থাকায় বেলা বাড়লে অস্বস্তি হতে পারে।

আজ, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ০.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৮ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৮৩ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে ২.৬ মিলিমিটার।

Leave a comment