উপনির্বাচনের ফলাফলে প্রায় ৫০ হাজার ভোটে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির আশীষ ঘোষকে হারিয়ে সবুজ ঝড় বইয়ে দিলেন কালীগঞ্জের প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মেয়ে আলিফা আহমেদ।
৫ বছর আগে প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মৃত্যুতে গত ১৯ জুন উপনির্বাচন হয়। আজ তার ফলপ্রকাশ হয়। অষ্টাদশ রাউন্ডের পর দেখা যায়, ২০২১-এর বিধানসভা নির্বাচনে প্রয়াত বিধায়কের ব্যবধান ছাপিয়ে গিয়েছেন প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মেয়ে আলিফা আহমেদ। সবুজ আবির উড়িয়ে অকাল দোল শুরু হয় এলাকার তৃণমূল কর্মী, সমর্থকদের মধ্যে।
তৃণমূল কংগ্রেস নেত্রী এক্স হ্যান্ডলে পোস্ট করে বার্তা দিয়েছেন, ‘কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এলাকার সব ধর্ম, সব বর্ণ, সব জাতি এবং সর্বস্তরের মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করে আমাদের বিপুলভাবে আশীর্বাদ করেছেন। আমি নতমস্তকে তাঁদের আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। এই জয়ের প্রধান কারিগর মা-মাটি-মানুষ। আমার কালীগঞ্জের সহকর্মীরা এর জন্য প্রাণপাত পরিশ্রম করেছেন। তাঁদেরও আমি আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই। সবার জন্য রইল আমার প্রণাম ও সালাম। প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদকে স্মরণ করে আমি এই জয় বাংলার মা-মাটি-মানুষকে উৎসর্গ করছি।’
তৃণমূল প্রার্থী আলিফা আহমেদের। ১৮ রাউন্ডের শেষে প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের ভোটের ব্যবধানকে ছাপিয়ে যায় আলিফা। ভোটের মার্জিন বাড়ছিল আলিফার তবে ভাগীরথী নদী লাগোয়া হিন্দু অধ্যুষিত মাটিয়ারি, ফরিদপুর, গোবরা, মীরা-১ , দেবগ্রামের একটা অংশ সহ বেশ কিছু জায়গায় বিজেপি তাদের ভোট পাওয়ায় ভোটের মার্জিন ৪৯ হাজার ৭০০তে থেমে যায়।
এদিনের ভোটের উল্লেখযোগ্য বিষয় হলো কংগ্রেস সিপিএম জোটের অষ্টম রাউন্ড পর্যন্ত দ্বিতীয় হয়ে থাকা। নবম রাউন্ড থেকে বিজেপি দ্বিতীয় হয়ে যায়। বিজেপি প্রার্থী আশীষ ঘোষের প্রাপ্ত ভোট ৫২ হাজার ৪২৪ টি। কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন সেখের প্রাপ্ত ভোট ২৮ হাজার ২৬২ টি।
এদিন আলিফা আহমেদ বলেন, ভোটের পারসেন্টেজ কম হয়েছে। নাহলে ভোটের মার্জিন আরও বাড়ত।
তিনি বলেন, ভোট গণতান্ত্রিক উৎসব। মেরুকরণ কাম্য নয়। তা হলে দুর্ভাগ্যজনক। এটা যাতে না হয় তার জন্য মানুষের কাছে পৌঁছাব। বলব উন্নয়ন দেখে ভোট দিন।’
এই জয় মমতা বন্দ্যোপাধ্যাকে উৎসর্গ করবো জানিয়ে আলিফা বলেন, আমার বাবার অসম্পূর্ণ কাজ করবো। একইসঙ্গে রাস্তা ঘাট, পলাশি সুগার মিল সহ উন্নয়নমূলক কাজ করবো।’

Leave a comment