পূর্ব-পশ্চিম অক্ষরেখা ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় দূর্যোগের পূর্বাভাস রয়েছে ছয় জেলায়। তালিকায় রয়েছে কলকাতা সহ উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদীয়া ও পূর্ব বর্ধমান। আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায়।

আংশিক মেঘলা আকাশের সম্ভাবনার সাথে সাথে আকালে মেঘ থাকায় তাপমাত্রার পারদ স্বাভাবিকের নিচেই থাকবে বলে হাওয়া অফিপের সূত্রে খবর। তবে বাতাসে জলীয়বাষ্পের আধিক্যের কারণে বেলা বাড়লে অস্বস্তিও বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সাথে সাথেই চলবে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার দাপট। ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।

আগামী কয়েক ঘন্টায় মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও হুগলি জেলায়। তার সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। আগামীকাল সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে আজ অর্থাৎ রবিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায়।

মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। মঙ্গলবার পর্যন্ত ভারী ও অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টিপাত চলবে উত্তরের সব জেলাতেই। শনিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে।

নিম্নচাপ শক্তি হারিয়ে ঝাড়খন্ড হয়ে এই মুহূর্তে বিহারে অবস্থান করছে। যার ফলে বিহারে বিহার ও ঝাড়খন্ডে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় বাংলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে।

আজ কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক অপেক্ষা ০.৫ ডিগ্রি কম। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক অপেক্ষা ১.৪ ডিগ্রি কম। ৯০ থেকে ৯২ শতাংশ রয়েছে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বা জলীয় বাষ্পের পরিমাণ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

Leave a comment