ক্রিকেট কেরিয়ার থেকে ব্যক্তিগতজীবন, কবে আসছে যুবরাজের? ‘প্রিন্স অফ ক্যালকাটা’র ভূমিকায় যে রাজকুমার রাওকে দেখা যাবে, তা একপ্রকার নিশ্চিত। কিন্তু ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় কাকে দেখা যাবে? কবে মুক্তি পাবে মহারাজের বায়োপিক? বিগত দু’তিন বছর ধরেই দর্শকদের কৌতূহল, উৎকণ্ঠার অন্ত নেই।


বলিউডের সিনেমা দুনিয়ায় স্পোর্টস বায়োপিকগুলোর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। এ ধরনের চলচ্চিত্রগুলো শুধু যে ক্রীড়াবিদদের জীবন কাহিনী তুলে ধরে, তা নয় বরং সমাজে স্পোর্টসের গুরুত্ব এবং ক্রীড়াবিদদের সংগ্রামকেও তুলে ধরে। মেরি কম, এমএস ধোনি:

দ্য আনটোল্ড স্টোরি,ছবি এ রকম উদাহরণ।সব কিছু ঠিকঠাক থাকলে ২০২৬-র ডিসেম্বরে আসতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বহুপ্রতীক্ষিত বায়োপিক।
আগামী বছরের শুরু হয়ে যাবে শুটিং প্রথম তিনমাস শুটিং চলবে যার অনেকটা জায়গা জুড়ে থাকবে শহর কলকাতা। এখান থেকেই শুরু সৌরভের উত্থান। তারপর তাঁর ‘দাদাগিরি’ দেখেছে গোটা ক্রিকেটবিশ্ব। পরের তিনমাস শুটিং চলবে লন্ডনে।


স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় কাকে দেখা যাবে, তা নিয়েও ছিল প্রশ্ন। জানা গেছে সেই সম্পর্কে কিছু তথ্য প্রকাশ করা হবে ফেব্রুয়ারির শেষের দিকে। তবে সৌরভকন্যা সানা গঙ্গোপাধ্যায় নিজে তৃপ্তি ডিমরিকে মা ডোনার ভূমিকায় দেখতে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘‘আমার ইচ্ছে মা ডোনার ভূমিকায় তৃপ্তি দিমরিকে দেখা যাবে।’’

সৌরভের বায়োপিক পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে বলিউডের নামী পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানেকে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনকাহিনী কীভাবে রুপোলি পর্দায় আসতে চলেছে,তা নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। ।

Leave a comment