বর্তমানে নিম্নচাপটি ঝাড়খণ্ডে সরে গিয়েছে।নিম্নচাপ শক্তি হারিয়ে ঝাড়খণ্ডে। তবে মৌসুমী অক্ষরেখা বা বর্ষার প্রভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। সঙ্গে পূর্ব পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা। ভারী বৃষ্টির বিরতি আজ। বৃষ্টি কমবে, আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।

বৃষ্টিতে সাময়িক স্বস্তি দক্ষিণবঙ্গে। তাপমাত্রা না বাড়লেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে বৃষ্টি না হলে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। মালদহ ও উত্তর দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বৃহস্পতিবার বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতেই।

আজ, মঙ্গলবার ও আগামিকাল, শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা। দিনভর দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। একনাগাড়ে বৃষ্টিতে কিছুটা স্বস্তি। তবে বৃষ্টি কমলে অস্বস্তি থাকবে।

শনিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ-সহ মূলত হালকা ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টির আশঙ্কা। মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বুধবার ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরও বাড়বে।

কলকাতায় আজ, মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ০.৪ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৬৪ থেকে ৯৭ শতাংশ। বৃষ্টিপাত হয়েছে ১ মিলিমিটার।

Leave a comment