সর্দার বল্লভভাই পেটেল বিমানবন্দর থেকে ব্রিটেনের উদ্দেশে উড়ে যাওয়া এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারের বিমান। কিছুদিন আগেই দুর্ঘটনার কবলে পড়েছিল।এই দুর্ঘটনায় মাত্র একজন যাত্রী মৃত্যুর মুখ থেকে ফিরেছেন, বাকি ২৪১ জন মৃত।

এই ঘটনার পর থেকেই কমতে শুরু করেছে এয়ার ইন্ডিয়ার বিমানের টিকিট বিক্রি। গত ছ’দিনে টিকিট বিক্রি ৩০-৩৫ শতাংশ কমে গিয়েছে। এমনটাই দাবি রিপোর্টে। এয়ার ইন্ডিয়ার পরিষেবা নিয়ে সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দিতে শুরু করেন অনেকে।


অনেকে এও জানিয়েছেন যে, ভয়ের কারণে তারা টিকিট বাতিলও করেছেন। বেসরকারি সংস্থা ‘ব্লু স্টার এয়ার ট্র্যাভেল সার্ভিসেস (ইন্ডিয়া)’-এর কর্ণধার মাধব ওজা বলেন, ‘‘নতুন বুকিংও ৩০-৩৫ শতাংশ কমে গিয়েছে।’’ ‘ওয়ান্ডারঅন’ নামে আর একটি ভ্রমণ সংস্থার কর্ণধার গোবিন্দ গৌর এনডিটিভি-কে বলেছেন, ‘‘এয়ার ইন্ডিয়ায় টিকিট বাতিল হচ্ছে। যাত্রীরা অন্য বিমান সংস্থার টিকিট কাটতে চাইছেন।’’ ‘এনডিটিঊি প্রফিট’-এর প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার পর ২০ শতাংশেরও বেশি এয়ার ইন্ডিয়ার টিকিট বাতিল হয়ে গিয়েছে।


সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যাত্রীদের এয়ার ইন্ডিয়া থেকে মুখ ফেরানোর মূলত দু’টি কারণ লক্ষ করা গিয়েছে। এক, উড়ান সংস্থাটির নাম এয়ার ইন্ডিয়া এবং তাদের ‘বোয়িং’ বিমান। দুই, মানুষ ভীষণ ভাবে আতঙ্কিত।
গত ৪৮ ঘণ্টায় এয়ার ইন্ডিয়ার ন’টি বিমান বাতিল হয়েছে। সেগুলির মধ্যে অধিকাংশই বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার।

অথচ ১৪ বছর আগে প্রথম বার আকাশে ওড়া আমেরিকার সংস্থা বোয়িং-এর তৈরি এই বিমানকে সুরক্ষার দিক থেকে ‘সেরা’ বলা হয়। সংশ্লিষ্ট মহলের দাবি, অহমদাবাদ কাণ্ডের আগে কখনও এই বিমান এত বড় দুর্ঘটনার কবলে পড়েনি।আহমেদাবাদের দুর্ঘটনার পর টাটা গোষ্ঠীর উড়ান পরিষেবা সংস্থা এয়ার ইন্ডিয়ার হাতে থাকা সমস্ত ড্রিমলাইনার ৭৮৭-৮ এবং ৭৮৭-৯ বিমানের নিরাপত্তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে দেশের অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক ডিজিসিএ।

Leave a comment