আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপ অঞ্চল ক্রমশ পশ্চিম দিকে সরছে। এর ফলে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

শনিবার বৃষ্টি কিছুটা কমতে পারে। এই দু’দিন দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি হলেও আলাদা করে কোনও সতর্কতা জারি করা হয়নি। গত কয়েক দিনের বৃষ্টিতে ইতিমধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।মৎস্যজীবীদের সমুদ্রে যওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আরও অন্তত ২৪ ঘণ্টা।

রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সোমবার অতি ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। ভারী বৃষ্টি হবে উত্তর দিনাজপুর ও কোচবিহার জেলাতেও। নিম্নচাপ ঝাড়খণ্ডে সরে যাওয়ায় আবহাওয়ার কিছুটা উন্নতি হবে। তবে মৌসুমী অক্ষরেখা বা বর্ষার প্রভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। ভারী বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম। আজ, শুক্রবারও সকালের দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে পশ্চিম দিকে বেশ কিছু জেলাতে।

শুক্রবার ও শনিবার বৃষ্টির সতর্কতা নেই। আজ, শুক্রবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

আবহাওয়ার সামান্য উন্নতি হবে কলকাতায় আজ, শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ১.০ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৯০ থেকে ৯৮ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টিপাত হয়েছে ২.৪ মিলিমিটার।

Leave a comment