আন্তর্জাতিক স্তরের কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ব়্যাঙ্কিং অনুযায়ী গতবারের তুলনায় যাদবপুর ইউনিভার্সিটির থেকে অনেকটাই পিছিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়। গতবার যাদবপুরের স্থান ছিল ৭২১ থেকে ৭৩০ এর মধ্যে। সেখানে এই বছর এই বিশ্ববিদ্যালয়ের স্থান ৬৭৬ নম্বরে রয়েছে।
পক্ষান্তরে গতবারের চেয়েও পেছনে চলে গিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। গতবার কলকাতার স্থান ছিল ৭৫১ থেকে ৭৬০ এর মধ্যে সেখানে এইবছর কলকাতার স্থান হয়েছে ৭৭১ থেকে ৭৮০-র মধ্যে। তবে বাংলায় নিজেদের সেরা স্থানে অনড় রয়েছে আইআইটি খড়্গপুর। গতবার যেখিনে ব়্যাঙ্ক ছিল ২২২ সেখানে এই বছর ব়্যাঙ্ক হ’ল ২১৫। দেশের সেরা প্রতিষ্ঠানের তুলনায় চতুর্থ স্থানে রয়েছে আইআইটি খড়্গপুর।
আইআইটি দিল্লি ভারতের সেরা প্রতিষ্ঠানের তকমা ছিনিয়ে নিয়েছে। দ্বিতীয় ও তৃতীয় স্থানেও রয়েছে আইআইটি ইউনিভার্সিটি। দ্বিতীয় স্থানে আইআইটি বম্বে এবং তৃতীয় স্থানে আইআইটি মাদ্রাজ। পঞ্চম স্থানে রয়েছে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স।
কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ব়্যাঙ্কিং অনুযায়ী ভারতের সেরা ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৭টি-ই আইআইটি। এছাড়াও আন্না বিশ্ববিদ্যালয় ও দিল্লি বিশ্ববিদ্যালয়-ও রয়েছে। সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় ১৮ নম্বরে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় রয়েছে ২৪ নম্বরে।

Leave a comment