শক্তিশালী মৌসুমী বায়ু সামনের কয়েকদিনে আরও এগিয়ে যাওয়ার আশা করছে আইএমডি। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশনের প্রভাব পশ্চিমবঙ্গ থেকে ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশ পর্যন্ত দেখা যাচ্ছে।

মৌসুমী অক্ষরেখা এবং নিম্নচাপের প্রভাবে আগামী সাত দিন বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। আপাতত প্রবল বৃষ্টির সতর্কতা। বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস। অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে।

কলকাতায় আজ ঝড়-বৃষ্টির আশঙ্কা। বঙ্গোপসাগর থেকে আরব সাগরে এই মুহূর্তে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের করাল ছায়া৷ এদিকে শক্তি বাড়িয়ে ভারতের একাধিক রাজ্যে পৌঁছে গেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু৷

কলকাতা দিনের তাপমাত্রা নীচে নামল। রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে। আজ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। আজ বৃহস্পতিবার থেকে রবিবারের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি।

বিকেলের পর বিভিন্ন জেলায় ঝর ও বৃষ্টির সম্ভাবনা ।উত্তরের জেলা গুলি তে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের সব জেলাতেই বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস।

আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.3 ডিগ্রি সেলসিয়াস বেশি। তাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৭ শতাংশ।

Leave a comment