চেন্নাই, মুম্বাইয়ে আগেই এসেছিল। এডার কলকাতায় লোকাল ট্রেনে এসি পেল পূর্ব রেলওয়ের শিয়ালদহ ডিভিশন। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি এর নির্মাতা। জানা গিয়েছে শিয়ালদহ-রানঘাট রুটে চলতে পারে এই এসি লোকাল।

রেল সূত্রে জানা গিয়েছে ১২ কোচের দু’টি রেক থাকবে। যার একটি ইতিমধ্যেই চলে এসেছে শিয়ালদহ ডিভিশনে। এই লৈকাল ট্রেনগুলির গঠন অনেকটি মেট্রো রেলের মতন। যেমন মেট্রোতে স্টেশন ছাড়ার পর দরজা বন্ধ হয় এবং প্ল্যাটফর্মে আসার পর দরজা খুলে যায় ঠিক এই ট্যেনেও থাকছে সেই একই বন্দোবস্ত। এর ফরে দুর্ঘটনার ঝুঁকিও থাকবে না বলেই মত রেলের।

তবে এই নতুন ইএমিউ ট্রেনের ভাড়া, সময়সূচি এখনও চুড়ান্ত হয়নি। ট্রেনগুলির সর্বোচ্চ গতি ১১০ কিলোমিটার প্রতি ঘন্টা হবে এবং ২৫ কিলো ভোল্ট ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক মৈটরে চলবে। ট্রেনগুলিতে ১,১১৬ জন যাত্রীর বসার ব্যবস্থা রয়েছে।

১২ কোচের এই ট্রেনের প্রতি কোচে থাকবে চারটি করে স্বয়ংক্রিয় দরজা। এর কাঠামো নির্মাণ হয়েছে স্টেইনলেস স্টীল দিয়ে। জিপিএস সিস্টেম সহ অত্যাধুনিক প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম থাকবে। সাধারণ লোকালের থেকে এই ট্রেনে বসার ও দাঁড়ানোর জন্য থাকছে পর্যাপ্ত পরিসর। এছাড়া ভারী মালপত্র বহনের জন্য শক্ত অ্যালুমিনিয়াম তাকের ব্যবস্থাও রয়েছে ট্রেনে।

Leave a comment