ভারতে ইতিমধ্যেই অসম, কৃষ্ণা-গোদাবরী সহ, গুজরাত, রাজস্থান, মুম্বইতে তেলের খনির খোঁজ মিলেছিল। এছাড়া পাদুর, বিশাখাপত্তনম ও ম্যাঙ্গালোরেও রয়েছে তেলের রিজার্ভ। সম্প্রতি রাজস্থান ও ওড়িশাতেও তেলের খোঁজ মিলছে।

যেই তেলের জন্য এতদিন ইরান, ইজরায়েল, রাশিয়া, আরব আমিরশাহির মতন একাধিক দেশের উপর ভরসা করতে হত ভারত কে। এবার প্রয়োজনে আর তেল আমদানি করতে হবে না ভারত-কে। কারন, আন্দামানে মিলল ক্রুড তেলের ভান্ডার। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিংহ পুরী জানিয়েছেন এই খবর। হেস কর্পোরেশন এবং গুয়ানার সিএনওওসি এই খোঁজ পেয়েছে।

ইজরায়েল – ইরান সংঘাতের আবহে এযেন ভারতের কাছে জ্যাকপট। ইতিমধ্যেই শুরু হয়েছে সমীক্ষা ও ড্রিলিং এর কাজ। এরফলে বদলে যেতে পারে দেশের অর্থনীতি। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিংহ পুরীর মতে এই বিপুল সম্পদ ভান্ডারের ফলে ভারতের অর্থনীতি ৩.৭ ট্রিলিয়ান‌ ডলার থেকে ২০ ট্রিলিয়ান ডলারের অর্থনীতিতে পরিণত হবে।

সাধারণত, ভারত তার প্রয়োজনের ৮৫ শতাংশ ক্রুড তেল বিভিন্ন দেশ থেকে আমদানি করে। ক্রুড তেলের আমদানির ক্ষেত্রে ভারত গোটা বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে। আন্দামানে যে ক্রুড তেলের ড্রিলিং হচ্ছে সেখান থেকে তেল উত্তোলন করলে ভারতকে আর অন্য দেশের ওপর নির্ভরশীল হতে হবে না।

হরদীপ সিংহ পুরী জানিয়েছেন, ২০২৪ অর্থবছরে ভারত ৫৪১টি কুয়ো খুড়েছে যা বিগত ৩৪ বছরে সর্বাধিক।

Leave a comment