অমৃত পাল সিংহ বিন্দ্রার লেখা করণ সিংহ ত্যাগীর পরিচালিত ও অক্ষয় কুমার অভিনীত ছবি ‘কেশরী চ্যাপ্টার ২’ – তে বাঙালী বিপ্লবীদের নাম বিকৃত করার অভিযোগ উঠেছে। এই ছবিতে মুজফফর পুর ষড়যন্ত্র মামলার একটি দৃশ্যে বাংলার বিপ্লবী ক্ষুদিরাম বসুকে ‘ক্ষুদিরাম সিং’ এবং ঋষি অরবিন্দের ভাই বীরেন্দ্রকুমার ঘোষকে অমৃতসরের ‘বীরেন্দ্র কুমার’ বলে উল্লেখ করা হয়েছে যা বাংলা ও বাঙালীর ইতিহাসকে লাঞ্ছিত করে।

সদ্য ওটিটিতে রীলীজ় হওয়া এই ছবি নিয়ে বিরোধিতা করে সরব হয়েছে তৃণমূল। এদিন এই বিষয়ে সংবাদ সম্মেলন করেন তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী ও কুনাল ঘোষ। তাঁদের প্রশ্ন এই ছবি যখন তৈরি হওয়ার পর সার্টিফিকেট পেল কীকরে? এই বিষয়ে ইতিমধ্যেই বিধাননগর সাউথে অভিযোগ দায়ের করা হয়েছে।

এখনও পর্যন্ত এই ছবির প্রয়োজনা সংস্থা ‘ধর্মা প্রোডাকশন’, ‘লিও মিডিয়া কালেকটিভ’ এবং ‘কেপ অফ গুড ফিল্মস’-এর তরফে প্রতিক্রিয়া পাওয়া যায় নি। আইনি পদক্ষেপের পর ওটিটিতে এই ছবি প্রদর্শনে বাঁধা আসে কি না এখন সেটাই দেখার।

Leave a comment