উৎসবের আমেজ দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে এসে গেলো রুপোলি শস্য ইলিশ! সোমবার সকালে নামখানার খেয়াঘাটে একে একে ফিরে আসে অন্তত ২৫টি ট্রলার। প্রত্যেকটিই উপচে পড়ছে ইলিশে।হিসেব বলছে, প্রায় ২৫ টন ইলিশ উঠেছে একদিনেই। তাদের আশা, আবহাওয়া যদি এই রকম থাকে আরও ইলিশ ধরা দেবে জালে।

আবহাওয়া অনুকূলে থাকায় মাছ ধরা সফল হয়েছে বলেই জানাচ্ছেন মৎস্যজীবীরা। মৎসজীবীরা জানাচ্ছেন, শুরুটা খুব ভাল হয়েছে। এমন আবহাওয়া থাকলে ক’দিনে বাজার আরও ইলিশে উপচে পড়বে। কাকদ্বীপের মৎসজীবী সংগঠনগুলি জানাচ্ছে, এরকম আবহাওয়া থাকলে আরও ইলিশ পাওয়া যাবে।

তবে ইলিশ প্রেমীরা যাঁরা বাজারের দিকে তাকিয়ে আছেন, তাঁদের জন্য এখনও খানিকটা অপেক্ষা। কারণ চাহিদার তুলনায় জোগান কম, ফলে দাম চড়া থাকবে কিছুটা। তবে সংগঠনের আশ্বাস—জাল যত বেশি পড়বে, ততই কমবে দাম। খুব শিগগিরিই রুপোলি শস্যের ইলিশের স্বাদ পাবেন সাধারণ মানুষও। মৎস্যজীবী থেকে ট্রলার মালিক সবার মুখে ফুটেছে হাসি। গত কয়েক বছর মরসুমের প্রথম দিকে হতাশা ছিলেন মৎস্যজীবীরা । এবার যেন ঘুরে দাঁড়ানোর পালা।

দক্ষিণ ২৪ পরগনার উপকূলে ফিরে এসেছে চেনা ছন্দ, রুপোলি মাছের আলোয় খুশি গ্রামের ঘরে ঘরে। এবার অপেক্ষা, এই ইলিশ কবে পৌঁছবে শহরে।

Leave a comment