ইজরায়েল -ইরান সংঘাত আরও তীব্র হচ্ছে প্রতিনিয়ত। বাড়ছে মৃত্যু। ইরানের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে সংঘাত শুরুর পর থেকে কমপক্ষে ২২৪ জন নিহত হয়েছেন। যারা নিহত হয়েছেন তারা বেশিরভাগই সাধারণ অসামরিক নাগরিক। বিভিন্ন সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী ইজরয়েল ইরানের বিভিন্ন অসামরিক স্থানে হামলা চালিয়েছে।

লাইভ সম্প্রচার চলাকালীন একটি টিভি চ্যানেলের ভবনেও হামলা চলেছে

এই ভয়াবহ পরিস্থিতিতে সকল ভারতীয় নাগরিক ও পিআইও যারা তেহরানের বাইরে যেতে পারেন, তাদের শহরের বাইরে নিরাপদ স্থানে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তেহরানে থাকা সকল ভারতীয় নাগরিক যাঁরা এখনও ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন নি তাঁদের অবিলম্বে তেহরানের ভারতীয় দূতাবাসে যোগাযোগ করে তাঁদের অবস্থান ও যোগাযোগের জন্য ফোন নম্বর প্রদান করার অনুরোধ করা হয়েছে।

ইরানের বর্তমান পরিস্থিতিতে, ইরানে অবস্থিত সকল ভারতীয় নাগরিককে ও ভারতীয় বংশোদ্ভুত নাগরিকদের-কেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তেহরানে থাকা ভারতীয় ছাত্রছাত্রীদের-কেও ভারতীয় দূতাবাসের সহযোগিতায় সরানো হয়েছে নিরাপদ স্থানে। যাঁরা আবাসিক হিসেবে এখনও রয়েছেন তেহরানে তাঁদের-কেও শহর ছেড়ে নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইরান।

ইরানের দাবি, গত সোমবার দেশের পশ্চিমে একটি হাসপাতালকে লক্ষ্য করে হামলা চালায় ইজরায়েল। এটিকে ‘যুদ্ধাপরাধ’ বলেও নিন্দা করা হয়েছে। ইরানের সংবাদ সংস্থা ফোর্স জানিয়েছে তেহরানের পশ্চিমাঞ্চলে একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইজরায়েল।

ইরানের বিভিন্ন সংবাদমাধ্যমে রাজধানীর পূর্বাঞ্চলে বিস্ফোরণের খবরও জানানো হয়েছে। রবিবার শহরের বেশকিছু এলাকায় বোমা হামলার পর ইজরায়েলি সেনাবাহিনী তেহরানের কিছু অংশে হামলার হুমকি দেওয়ার পর এই ঘটনা ঘটে।

Leave a comment