আহমেদাবান বিমন দুর্ঘটনা পর পর এখনও কাটেনি এক সপ্তাহ এর মধ্যেই দেশজুড়ে একের পর এক অঘটন শিরোনামে আসতে শুরু করেছে। এইবার দিল্লি গামী ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক দেখা দিল।

এর জেরে, নাগপুর বিমান বন্দরে জরুরি অবতরণ করান হয় বিমানটিকে। এদিন সকাল ৯টা ২০ মিনিট নাগাদ ইন্ডিগোর ফ্লাইট 6E2706 বোমা হামলার হুমকি পাওয়ার পর নাগপুর এয়ারপোর্টে জরুরি অবতরণ করান হয়েছে। শেষ অবধি পাও আ খবর অনুযায়ী সকল যাত্রীকে ইতিমধ্যেই নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হয়েছে। তবে বিমানে সন্দেহজনক কিছু মেলেনি বলেই জানিয়েছেন নাগপুরের DCP।

গতকাল রাঁচিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে। মাঝ আকাশ থেকেই ফেরত পাঠান হয় দিল্লিতে। সোমবার বিকেল ৪ টে ২৫ মিনিট নাগাদ, এয়ার ইন্ডিয়ার AI9695 দিল্লি থেকে টেক অফ করে। সে হিসেবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটেই সেই বিমানটির রাঁচির বিরসা মুন্ডা বিমানবন্দরে অবতরণ করার কথা। সংবাদ সংস্থা IANS এর খবর অনুযায়ী, কোনও প্রযুক্তিগত ত্রুটির কারণেই ঐ বিমানটিকে দিল্লি ফেরত পাঠান হয়।

অন্যদিকে, আজ মধ্যরাতে সানফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বইগামী ফ্ল্যাটের ইঞ্জিনে গোলযোগ দেখা দেয়। সমস্ত যাত্রীকে কলকাতা বিমানবন্দরে নামিয়ে অন্য বিমাধে পাঠান হয় মুম্বই।

Leave a comment