আবার বিপত্তি এয়ার ইন্ডিয়ার বিমানে। এআই-১৮০ বিমাধটির নির্ধারিত রুট ছিল সান ফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বই। কলকাতায় আসার পর পাইলট বিমানের ইঞ্জিনের ত্রুটি ধরে ফেলেন। সাথে সাথে খবর যায় এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে।

ঘটনাটি ঘটেছে সোমবার রাত ১২টা ৪০ মিনিটে। এখন ঐ বিমানটির সারানোর কাজ চলছে কলকাতায়। এবং যাত্রীদের অন্য একটি ফ্লাইটে মুম্বই নিয়ে যাওয়া হয়।

বোয়িং ৭৭৭-২০০ এলআর বিমানটি কলকাতা বিমানবন্দরে ঠিক সময়েই অবতরণ করে। কিন্তু কলকাতা থেকে মুম্বই-এর উদ্দেশ্যে রওনা দিতে দেরি করছিল। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, বিমানটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ভোর ৫টা ২০ মিনিট নাগাদ সমস্ত যাত্রীকে নামিয়ে দেওয়া হয়।

Leave a comment