ভয়াবহ অগ্নিকাণ্ড খিদিরপুর বাজারে। রাত সাড়ে ১২টা নাগাদ আগুন লাগে। বাজারে থাকা গুদামগুলি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় আগুনের কড়াল গ্রাসে। প্রায় দেড় ঘন্টা পর দমকল পৌঁছয় ঘটনাস্থলে। এখনও ঘটনাস্থলে আগুন নেভানোর চেষ্টা চালানো হচ্ছে।
কীভাবে আগুন লেগেছে তা স্পষ্ট নয়। বাজারের মধ্যে থাকা তেলের গুদাম থেকে আগুন ছড়িয়ে পড়ে। এই মুহূর্তে দমকলের ২২টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। বিভিন্ন অংশে পকেট ফায়ার রয়েছে।
স্বভাবতই ক্ষোভ উগড়ে দিয়েছে এলাকাবাসী। তাদের অভিযোগ খবর দেওয়া সত্ত্বেও দেরিতে এসেছে দমকলের ইঞ্জিন। এই অগ্নিকান্ডের ফলে যে বিপুল ক্ষয়ক্ষতি হবে তা বলার অপেক্ষা রাখেনা।

Leave a comment