খিদিরপুর অরফ্যানগঞ্জ মার্কেট বাজারের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভা থেকে সরাসরি পৌঁছে যান ঘটনাস্থলে। পুড়ে ছাই হয়ে গিয়েছে প্রায় ১,৩০০ টি দোকান।

মূলত বাজারে থাকা তেলের গুদাম থেকেই ছড়াতে থাকে আগুন। রাতভর কাজ করার পরেও দমকলের ২০ টি ইঞ্জিনকে বেশ ঝক্কি পোয়াতে হয় আগুন নিয়ন্ত্রণে আনার জন্য।

সোমবার বিধানসভা থেকে ঘটনাস্থল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে তিনি ঘোষণা করেন:

পুরো দোকান পুড়ে গেলে ১ লক্ষ টাকা আর্থিক সাহায্য।

আংশিক ক্ষতিগ্রস্তদের ৫০ হাজার টাকা দেবে রাজ্য।

নতুন করে বাজার তৈরি করে দেবে সরকার কোনও খরচ দিতে হবে না ব্যবসায়ীদের।

কলকাতা পুরসভা বৈজ্ঞানিক পদ্ধতিতে মার্কেটটি তৈরি করবে।

যতদিন না মার্কেট তৈরি হবে ততদিন অস্থায়ী জায়গার বন্দোবস্ত ক্ষয়ক্ষতি কতটা হয়ছে তা খতিয়ে দেখা হবে, সেই অনুযায়ী রিপোর্ট তৈরি হবে।

Leave a comment