আগামী কয়েকদিন ঝড়বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের চার জেলা ও উত্তরের একটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতা সহ উত্তর ২৪ পরগনা, হুগলি, হাওড়ার বেশ কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে বইতে পারে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ৈ বাতাস।

হাওয়া অফিসের সূত্রে খবর, আজ রবিবার সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সফ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায়। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে রয়েছে ভারী বর্ষণের সম্ভাবনা। মালদহ ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বুধবার থেকে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী বৃষ্টিপাতছর সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার ও শুক্রবার মুর্শিদাবাদ ও বীরভূম জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বাকি সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ রবিবার, সারাদিন মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের মধ্যেও অস্বস্তি পিছু ছাড়বে না। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি অব্যাহত থাকবে। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক অপেক্ষা ২.২ ডিগ্রি বেশি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক অপেক্ষা ০.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৯ থেকে ৯০ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের উষ্ণতা থাকবে ২৮ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

Leave a comment