অনন্ত প্রতীক্ষার অবসান। মোহনবাগানের সচিব পদে ফিরলেন সৃঞ্জয় বোস। শনিবার সন্ধ্যায় মোহনবাগানের নব্য সচিবের নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন মোহনবাগান নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়। গত ৯ জুন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে সৃঞ্জয় বোসরা মনোনয়ন পেশ করেছিলেন।

মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন দেবাশিস দত্ত, কুণাল ঘোষ প্রমুখ। মোহনবাগানের নির্বাচন ঘিরে উত্তাপ বেড়েছিল। চড়েছিল পারদ। উন্মাদনা ফিরে এসেছিল সদস্যদের মধ্যে। নির্বাচনী প্রচারে গিয়েছিলেন যুযুধান দুই গোষ্ঠী। অবশেষে সমঝোতার পথই বেছে নেন সৃঞ্জয় বোস ও দেবাশিস দত্ত।

শতাব্দীপ্রাচীন ক্লাবের সচিব সৃঞ্জয় বোস। সভাপতি হবেন দেবাশিস দত্ত। সচিব হিসেবে সৃঞ্জয়বাবু দায়িত্ব গ্রহণের পরেই দেবাশিস দত্তকে সভাপতি হিসেবে মনোনীত করা হবে।

সৃঞ্জয় বোস বলেন,“আমরা মোহনবাগানের সেরা একাদশ হয়ে সমর্থকদের চাহিদা পূরণ করব। এই দুটো কমিটি আগেও একসঙ্গে কাজ করেছ।আমাদের লক্ষ্য মোহনবাগান ক্লাবের ভালো। সেই জন্য আমরা একত্রিত হয়েছি।

আমাদের নতুন যে কমিটি হবে, তা শ্রেষ্ঠ মোহনবাগান একাদশ হবে।” অবশেষে শুরু হল মোহনবাগানে সৃঞ্জয় বোসের নতুন সফর। ২১ জনের সদস্যের নামও ঘোষণা করা হয়েছে এদিন।
একনজরে দেখে নিন মোহনবাগানের কমিটি

সচিব – সৃঞ্জয় বোস
সহ সচিব – সত্যজিৎ চট্টোপাধ্যায়
কোষাধ্যক্ষ – সন্দীপন বন্দ্যোপাধ্যায়
অর্থ সচিব – সুরজিৎ বসু
মাঠ সচিব – শাশ্বত বসু
ফুটবল সচিব – স্বপন বন্দ্যোপাধ্যায়
ক্রিকেট সচিব – সম্রাট ভৌমিক
হকি সচিব-শ্যামল মিত্র
অ্যাথলেটিক্স সচিব – পিন্টু বিশ্বাস
টেনিস সচিব – সিদ্ধার্থ রায়
যুব ফুটবল সচিব – শিল্টন পাল

কার্যকরী কমিটির সদস্য
মুকুল সিনহা, সোহিনী মিত্র চৌবে, সোমেশ্বর বাগুই, কাশীনাথ দাস, দেবপ্রসাদ মুখোপাধ্যায়, সুদীপ্ত ঘোষ, দেবজ্যোতি বসু, রঞ্জন বসু, পার্থজিৎ দাস, সঞ্জয় মজুমদার, অনুপম সাহু।

Leave a comment