আবার আইসিসি ট্রফি জিতল প্রোটিয়ারা। এবার টেম্বা বাভুমারা অস্ট্রেলিয়াকে পরাজিত করে জিতলেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ।

২০১৪ সালে শেষবার আইসিসি ট্রফি জিতেছিল দক্ষিণ আফ্রিকা। ২০১৪ সালে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ অধিনায়ক এইডেন মার্করামের নেতৃত্বে এসেছিল জয়। সেইবার প্রতিপক্ষ ছিল পাকিস্তান। কিন্তু সিনিয়র দল শেষবার ট্রফি জেতে ১৯৯৮ সালে। সেবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে পরাজিত করে তারা। সেই ১৯৯৮ সালের পর ২০২৫ সাল। ২৭ বছর পর আবার আইসিসি ট্রফি জিতল দক্ষিণ আফ্রিকা।

টেস্ট চ্যাম্পিয়নশিপে জয়লাভের জন্য মাত্র ৬৯ রানের প্রয়োজন ছিল প্রোটিয়াদের। লর্ডসের মাঠে তৃতীয় দিনে ১৪৩ রান করে ও ৩ উইকেট হারিয়ে ড্রেসিংরুমে ফেরেন মার্করাম ও টেম্বা বাভুমা। চোট নিয়ে পরের দিন বাভুমা নামতে পারবেন কিনা সেই নিয়ে সংশয় ছিল।

কিন্তু দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স জানান, এটা একটি গুরুত্বপূর্ণ ম্যাচ। তাঁকে গোটা কেরিয়ার জুড়েই লড়তে হয়েছে। ম্যাচের শেষে এইসব বিষয়ে ভাবা উচিত।

লর্ডসের তৃতীয় দিনে টী-ব্রেকের দুই ওভার আগে বাভুমা ৬ রানে ব্যাট করার সময় হ্যামস্ট্রীং-এ চোট পান। দৌড়তে অসুবিধা হচ্ছিল তাঁর। কিন্তু তার পরেও ৬৫ বলে ১২১ রানে খেলা শেষ করেন তৃতীয় দিনের। চতুর্থ দিনে ১৩৪ বলে ৬৬ রান করে আউট হন বাভুমা।

একটু বেশি সময় লাগলেও শেষমেশ ‘চোকার্স’ তকমা ঘুচিয়ে ধৈর্যের পরীক্ষা দিয়ে শেষ ফাসি হাসল দক্ষিণ আফ্রিকা।

Leave a comment