রাজ্যের মহিলাদের অর্থনৈতিক সহায়তা প্রদান করার লক্ষ্যে ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্প শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১ সালে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার পর মাসে ১,০০০ টাকা করে সহায়তা প্রদান করার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী।

এদিন বিধানসভায় এই প্রকল্পের খরচ ও কতজন মহিলা এই সুবিধা পাচ্ছেন‌, সেসব প্রশ্নের বিস্তারিত উত্তর দিয়েছে রাজ্য।

‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্প নিয়ে শুক্রবার বিধানসভায় সাপ্লিমেন্টারি প্রশ্ন করেছিলেন পাথরপ্রতিমার তৃণমূল বিধায়ক সমীর জানা। সেই প্রশ্নের জবাবে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা জানান, ২০২৪ সাদের ৩১ অক্টোবর পর্যন্ত ২ কোটি ১৫ লক্ষ ৮৮ হাজার ৭৭৫ জন মহিলা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। খরচ হয়েছে ৪৮ হাজার ৯৭২ কোটি টাকা।

৬০ বছর বয়সের পর থেকে ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রাপকদের সরাসরি ‘বার্ধক্য ভাতা’ দেওয়া হয়ে থাকে। মন্ত্রী জানান, এখনও অবধি ৬ লক্ষ ৪ হাজার ৮৩৭ জন ‘লক্ষ্মীর ভান্ডার’ এর বদলে ‘বার্ধক্য ভাতা’ পেয়েছেন।

Leave a comment