ভারত-পাক সীমান্তের উত্তর অংশ হল কাশ্মীরের এলওসি অর্থাৎ নিয়ন্ত্রণ রেখা। দক্ষিণ অংশ হ’ল স্যর অফ ক্রিক যা গুজরাতের কচ্ছের রণে অবস্থিত। সীমান্তের ওপারে পাকিস্তানের সিন্ধ প্রদেশ।

প্রসঙ্গত, আহমেদাবাদে বিমান দুর্ঘটনার পর গোটা বিশ্ব উদ্বিগ্ন। ২৪১ জন কমপক্ষে নিহত হয়েছেন। বিমান টি ভেঙে পড়ার ফলে আশে পাশের অনেকেইআহত হয়েছেন। এই পরিস্থিতিতে আকাশে NOTAM চালু করা হয়েছে। অর্থাৎ একটি নির্দিষ্ট উচ্চতায় উড়তে পারবে না কোনও অসামরিক বিমান। আগামী ১৮ ও ১৯ জুন বহাল থাকবে এই নিয়ম।

সূত্রের খবর, পাক সীমান্তে ফের মহড়া চালাবে ভারতীয় বায়ুসেনা। পাকিস্তানের সীমান্তবর্তী দক্ষিণ অঞ্চলে জারি হয়েছে নোটাম। পেহেলগামে জঙ্গি হামলার ঘটনার পর ভারত-পাক উত্তেজনার আবহে অনেকবারই মহড়া চালিয়েছে বায়ুসেনা। এক সপ্তাহ আগেও দেশের সীমান্তের পশ্চিমাংশে নোটাম জারি করা হয়েছিল। মধ্যরাত পর্যন্ত চলেথিল মহড়া। এবার দক্ষিণ অংশেও জারি হ’ল নোটাম।

Leave a comment