ফুকেট থেকে দিল্লি আসছিল ঐ বিমান। টেক-অফের পরেই বোমাতঙ্ক ছড়ায় ঐ বিমানে। তারপরেই জরুরী অবস্থায় বিমানবন্দরে ফেরান হয় ঐ এয়ার ইন্ডিয়ার বিমান কে।

এদিন সকালে তাইল্যান্ডের বিমানবন্দরে জরুরি অবতরণ করান হয় বিমানটিকে। গতকাল গুজরাতের আহমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান ক্র্যাশের পর ফের আজ এয়ার ইন্ডিয়ার বিমানে বিপত্তি দেখা দিল।

সূত্রের খবর, ১৫৬ জন যাত্রী নিয়ে ফুকেট থেকে সকাল ৯.৩০ নাগাদ টেক-অফ করে বিমানটি।। মাঝ আকাশে বিমানে বোমাতঙ্কের জেরে জরুরি অবতরণ করিয়ে সমস্ত যাত্রীদের নামিয়ূ তল্লাশি চালানো হয়।

Leave a comment