আজ দুপুর ১টা ৩৮ মিনিটে গুজরাতের আহমেদাবাদের বিমানবন্দরে থেকে লন্ডনের জন্য টেক-অফ করার ১ মিনিটের মধ্যেই মাটিতে আছড়ে পড়ে এআই-১৭১ বিমান।

বিমানে সওয়ার ছিলেন ২৩০ জন যাত্রী, ১০ জন ক্রু মেম্বার ও ২ জন পাইলট। প্রাথমিক অনুমান ছিল সকলেই নিহত কিন্তু পরে পুলিশ জানায় একজন এই মুহূর্তে জীবিত।

আহমেদাবাদ পুলিশের সুত্রে খবর, ১১এ সিটে তাঁর দাদার সঙ্গে সফর করছিলেন তিনি। তাঁর দাদা অজয় কুমার রমেশ (৪৫) বিমানের মধ্যেই নিহত হন। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন ঐ আহত ব্যাক্তি। তাঁর নাম বিশ্বাস কুমার রমেশ (৪০)। এই মুহূর্তে তাঁকে আহমেদাবাদের আসারওয়া হাসপাতালে ভর্তি রয়েছেন‌।

বিশ্বাস রমেশের মুখ বেশ কিছুটা জ্বলে গিয়েছে। তাছাড়াও বুক ও পায়ে রয়েছে গভীর ক্ষত। দুপুর ১টা ৩৮ মিনিটে টেক-অফের পর ৭ কিলোমিটার উড়েছিল বিমানটি। এর পরেই মেঘানিনগরে আছড়ে পড়ে বিমান। জানা গিয়েছে সফররত যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ ও ৭ জন পর্তুগীজ।

Leave a comment