সিরাজগঞ্জের ওই বাড়িতে নিজের জীবনকালে বহুবার গিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ঐ বাসভবন একটি ঐতিহাসিক ও ঐতিহ্যপূর্ণ স্থানও বটে‌। বাংলাদেশের সিরাজগঞ্জের ঐ বাসভবনে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে ইউনুস সরকার আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই বিষয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন এপার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিতে জানিয়েছেন সে কথা। চিঠিতে তিনি জানয়েছেন, “গুরুদেব বহুবার নিজের জীবনে গিয়েছেন ঐ বাসভবনে। করেছেন অনেক সাহিত্যচর্চা। যা ভাঙা হয়েছে সেটা শুধু একটা বাড়ি নয় তা এক অমর সৃষ্টি। পার্টিশনের সময় কবিগুরু ঐ বাড়িতে যেতেন যাতে ওপার বাংলার মানুষের সঙ্গে যোগাযোগ আরও সহজ হয়।

মুখ্যমন্ত্রীর কথায় ভাঙচুরের ঘটনা শুধুমাত্র বিস্ময়কর নয়। এ অত্যন্ত দূর্ভাগ্যজনক। সংবেদনশীলতা, সম্পদ ও নস্টালজিয়ায় আঘাত করা হয়েছে এই ভাঙচুরের মাধ্যমে।

মঙ্গলবার রবীন্দ্রনাথের কাছারি বাড়িতে সাইকেল রাখা নিয়ে বচসা সুরু হয় ঐ বাড়ির নিরাপত্তারক্ষীদের সঙ্গে। তারপরেই একদল দুষ্কৃতি ঐ বাড়ির ভেতরে ঢুকে জানলা দরজা ভাঙচুর সুরু করে। ঘটনার তদন।ত সুরু করেছে পুলিশ। এই বিষয়ে প্রতিবেশি রাষ্ট্রের সঙ্গে আলোচনা করার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a comment