আজ দুপুর ১টা ৩৮ মিনিট নাগাদ টেক-অফের ৭ মিনিটের মধ্যেই গুজরাতের আহমেদাবাদের বিমানবন্দরে ভেঙে পড়ে এয়ার ইন্ডির AI171 বিমান। পাইলট, ক্রু মেম্বার সহ ঐ বিমানে ছিলেন ২৪২ জন‌।

এই কঠিন‌ সময়ে ঐ ২৪২ জন যাত্রীদের জন্য প্রার্থনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে শোকবার্তাও পোস্ট করেছেন তিনি।

ডিজিসিএ অর্থাৎ অসামরিক বিমান নিয়ন্ত্রক সংস্থা এই দুর্ঘটনার পর জানায় পাখার ধাক্কা লাগার ফলে বিমানটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। টেক অফের পর মাত্র ৬০০ ফুট উচ্চতা পর্যন্ত উড়েছিল বিমানটি। তারপর ই নিয়ন্ত্রণ হারায় ঐ বিমান।

এই রিপোর্টের পরেও স্বভাবতই সন্দেহ জাগে শুধু পাখির ধাক্কাই সমস্যা? না কি অন্য কোনও রহস্য লুকিয়ে আছে এর পেছনে? নিজের ফেসবুক ওয়ালে শোকবার্তার পাশাপাশি পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এই ভয়াবহ বিমান দুর্ঘটনার পর গোটা বিশ্ব উদ্বিগ্ন।

Leave a comment