অস্বস্তিকর গরম চরমে দক্ষিণবঙ্গ । উপকূলবর্তী যে সব জেলাগুলি রয়েছে গরমের সাথে সাথে জলীয় বাষ্প বেশি সেই কারণে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। পশ্চিমের জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে তবে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।


মৌসুমী বায়ু থমকে রয়েছে উত্তরবঙ্গে আগামী কাল থেকে কিছুটা আবহাওয়ার পরিবর্তন দেখা দিতে পারে।
শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাথে ঝড়ো হাওয়া বইতে পারে (৩০-৪০ কিমি) গতিবেগে।


কালকে থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে সব জেলাতেই বৃহষ্পতিবার থেকে বজ্রবিদ্যুত সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবতের সৃষ্টি হয়েছে, দক্ষিণ ও উত্তর বঙ্গোপসাগরে দুটি পৃথক ঘূর্ণাবর্তের প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে বাংলার বাতাসে এমন টাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর।


পাশাপাশি কলকাতা তে সাময়িক ভাবে মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সকাল থেকে ২৯.২ ডিগ্রি সেলসিয়াস যেটা স্বাভাবিকের তুলনায় ২.০ ডিগ্রি সেলসিয়াস বেশি।
বিকেলের দিকে তাপমাত্রা ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের তুলনায় ০.২ ডিগ্রি সেলসিয়াস বেশি।
আপেক্ষিক আর্দ্রতা বা জলীয় বাষ্পের পরিমাণ রয়েছে ৫৭-৯২ শতাংশ । আগামী ২৪ ঘণ্টায় শহরে তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রী থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

Leave a comment