জার্মানিতে নিঃশব্দে বিয়ে সারলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। পাত্র প্রাক্তন বিজেডি সাংসদ পিনাকী মিশ্র।

চুপিচুপি জার্মানিতে বিয়ে সারলেন মহুয়া মৈত্র পাত্র বিজু জনতা দলের প্রাক্তন সাংসদ পিনাকী মিশ্র। জার্মানির বার্লিনে চলতি সপ্তাহের বিবাহকার্য সম্পন্ন হয়েছে তাঁদের।

এটি দু’জনেরই দ্বিতীয় বিবাহ। এর আগে বিবাহ হয়েছিল ড্যানিশ ফিনান্সার লার্স ব্রর্সনের সঙ্গে। অন্যদিকে পিনাকির প্রথম পক্ষের স্ত্রী সঙ্গীতা মিশ্র। তাঁদের সন্তান রয়েছে। বিবাহ বিচ্ছেদ হয়েছে বহুদিন আগেই। এবার নতুন ইনিংস শুরু হ’ল তাঁদের

Leave a comment