অভিনয় জগতে এবার প্রবেশ করেছেন রাজনীতি জগতের এক বর্ণময় মানুষ কুনাল ঘোষ। সমস্ত পরিস্থিতিতেই রাজ্যের শাসক দলের হয়ে ঝোড়ো ব্যাটিং করার ক্ষমতা রয়েছে তাঁর। এই কারণে বিরোধীদের কুমন্তব্যের শিকার হয়েছেন বারবার। তবুও যুক্তি ও তর্কে দলের হয়ে লড়ে যাচ্ছেন তিনি। এবার রাজনীতির পাশাপাশি অভিনয় জগতেও দেখা যাবে তাঁকে।

সূত্রের খবর, অরিন্দম শীল পরিচালিত ছবির বিষয়বস্তু বাম আমলের ‘মণীষা মুখোপাধ্যায় অন্তর্ধান রহস্য’ নিয়েই পলিটিক্যাল থ্রিলার হতে চলেছে ছবিটি। নাম ‘কর্পুর’। ছবির মুখ্য চরিত্রে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন ব্রাত্য বসু, সাহেব চট্টোপাধ্যায়, অনন্যা বন্দ্যোপাধ্যায়, লহমা, অর্পণ এবং পরিচালক অরিন্দম শীল স্বয়ং।

জানা যাচ্ছে, জুলাইতে শুরু হতে পারে শ্যুটিং। এই মুহূর্তে ছবির প্রস্তুতি তুঙ্গে। কুনাল ঘোষকে এই ছবিতে দেখা যাবে তৎকালীন বাম আমলের শাসক দলের একজন রাজ্য সাধারণ সম্পাদকের ভূমিকায়। তবে নামধামে কোথাও কোন সদৃশতা নেই।

বাম আমলের এই ‘মনীষা মুখোপাধ্যায়ের অন্তর্ধান’ সহ শিক্ষা, স্বাস্থ্য কেলেঙ্কারি নিয়ে বিস্তর গবেষণার পর প্রায় বাস্তবটাকেই চিত্রনাট্য হিসেবে তুলে ধরেছেন পরিচালক। ইতিমধ্যেই হয়ে গিয়েছে ‘স্ক্রিট রিডিং’ পর্ব। ব্রাত্য বসু ও ঋতুপর্ণা সেনগুপ্ত-র লুক নিয়েও চলছে বিস্তর আলোচনা। এমনটাই খবর।

মোটের ওপর বলাই যায় এই ছবি নিঃসন্দেহে বক্স অফিসে সাড়া ফেলে দেবে। কবে সিনেমা হলে রীলীজ হবে এই ছবি। এখন সেটাই অপেক্ষার।

Leave a comment