নিজের ক্রিকেট জীবনে নিজের সেরাটা দিয়ে এসেছেন বলেই হয়তো কেরিয়ারে সব কিছু পেয়েছেন বিরাট কোহলি। বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফির পর আজ আবার তিনি চ্যাম্পিয়ন। আইপিএল ২০২৫ এ ফাইনালে জয়ী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
১৮ বছরের একটা দীর্ঘ অপেক্ষা, তবুও হাল ছাড়েনি আরসিবি।
আজ এই সাফল্যের রাতে আনন্দাশ্রুও থামাতে পারেন নি কোহলি। নিজের ক্রিকেট জীবনে সাফল্যের সকল স্বাদ পেলেন তিনি। আর হয়তো তাঁর শ্রেষ্ঠত্ব নিয়ে কেউ সন্দেহ প্রকাশ করবে না।
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথমে টসে জেতে পাঞ্জাব। তারা ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৯০ রান তোলে আরসিবি। ৩৫ বলে ৪৩ রান করেন বিরাট। এরপরেই একে একে উইকেট পড়তে থাকে বেঙ্গালুরুর। পাঞ্জাবের অর্শদীপ ও কাইল জেমিসন ৩টি করে উইকেট নেন।

এরপর ১৮৪ রান তুলতে সক্ষম হয় পাঞ্জাব। জস ইংলিশ ৩৯ রান করলেও পারফরম্যান্স করতে পারলেন না শ্থেয়স আইয়ার।
যাইহোক, আজ রাত আরসিবির কাছে বড়ই আনন্দের। এমন রাত রোজ রোজ আসে না।

Leave a comment