সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর ২০২২ সালে বিসিসিআই সভাপতির দায়িত্ব পেয়েছিলেন রজার বিনি। তাঁর আমলেই ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে। খেলোয়াড় হিসেবেও ভারতের হয়ে ২৭টি টেস্ট খেলেছেন রজার বিনি।

সুপ্রিম কোর্ট নিযুক্ত লোঢা কমিটির বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কারও বয়স ৭০ বছর হয়ে গেলে তিনি আর ভারতীয় বোর্ডের পদাধিকারী থাকতে পারবেন না। সেই নিয়ম অনুযায়ী এবার দায়িত্ব ছাড়তে হবে রজার বিনিকে।

আগামী ১৯ জুলাই ৭০ বছর পূর্ণ হবে তাঁর। তাই নিয়ম অনুযায়ী তাঁকে অবসর নিতে হবে। সূত্রের খবর তিনি অবসর নেওয়ার পর ভারতীয় বোর্ডের বর্তমান ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা দায়িত্ব সামলাতে চলেছেন অন্তর্বর্তী সভাপতি হিসেবে।

আগামী সেপ্টেম্বরে রয়েছে বোর্ডের সাধারণ সভা। সেখানেই হতে পারে রদবদল। তবে সেই সভাতেও রাজীব শুক্লার না প্রস্তাবিত হতে পারে বলে খবর। তবে এখনও এই বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

রাজীব শুক্লা এর আগে আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন। ২০১১ থেকে ২০১৭ পর্যন্ত আইপিএলের প্রধান ছিলেন তিনি। বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি। অভিজ্ঞ রাজনীতিবিদ এবং সাংবাদিকতার সঙ্গেও একদা যুক্ত ছিলেন তিনি। আগামী জুলাই মাসে রজার বিনির অবসরের পর তিনিই সভাপতির দায়িত্ব সামলাতে পারেন বলে খবর।

Leave a comment