এত দিন লালবাগ, ডোমকল, বহরমপুর, কান্দি ও জঙ্গিপুর এই পাঁচ মহকুমা নিয়ে গঠিত ছিল মুর্শিদাবাদ। এবার শামসেরগঞ্জেও একটি নতুন মহকুমার কার্যালয় গড়া হতে পারে বলেই সূত্রের খবর।
গত ২২ মে মুর্শিদাবাদ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন মহকুমা গঠনের কথা ঘোষণা করেছিলেন। জানিয়েছিলেন, সুতি, ধূলিয়ান ও ফারাক্কার মানুষদের কথা ভেবেই এই পরিকল্পনা করা হবে। সেই অনুযায়ী মহকুমা হিসেবে এবার আত্মপ্রকাশ করতে চলেছে ফারাক্কা।
ইতিমধ্যেই রাজ্য মন্ত্রীসভার বৈঠকে সেই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শামসেরগঞ্জ, সুতি ১ ও ২ নম্বর ব্লক নিয়ে তৈরি হচ্ছে ফারাক্কা। ষষ্ঠ মহকুমার প্রশাসনিক পরিকাঠামোর জন্য ১০৯ টি চুক্তিভিত্তিক পদ তৈরির প্রস্তাব অনুমোদিত হয়েছে রাজ্যের মন্ত্রীসভায়। এছাড়াও পুর, স্বাস্থ্য, স্বরাষ্ট্র, অর্থ,আইন ও পূর্ত দফতরের জন্য মোট ৩৩৬টি পদ তৈরিতেও মিলেছে ছাড়পত্র।
শামসেরগঞ্জে প্রশাসনিক কার্যালয় গঠিত হলে আগে যেখানে প্রশাসনিক পরিষেডার জন্য ফারাক্কা ও সুতির বাসিন্দাদের প্রায় ৬০ কিলোমিটার দুরে জঙ্গিপুর যেতে হত। সেখানে মাত্র ১৫ কিলোমিটার দুরেই যেতে পারবেন তাঁরা।

Leave a comment