আজ মঙ্গলবার মেগা ফাইনাল আরসিবি বনাম পাঞ্জাব কিংস! ফাইনাল অনুষ্ঠিত হতে চলেছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। বিগত ১৮ বছর ধরে এই ট্রফির জন্য আশা করে বসে রয়েছে দুই দল।

কার ভাগ্যে রয়েছে চ্যাম্পিয়নের তকমা তা জানতেই জাহায্য নেওয়া হয়েছিল তিনটি AI ওয়েবসাইটের। Chat GPT, Grok এবং Gemini. তিনটি প্ল্যাটফর্মের ভবিষ্যদ্বাণীই চমকে দেওয়ার মতন।
X Grok:
জল হ্যাজেলউডের ২১ উইকেট, বিরাট কোহলির দারুন পারফরমেন্সের ধারাবাহিকতা ও প্রথমে ব্যাট পাওয়ায় ম্যাচ জয়ের সম্ভাবনা বেশি থাকায় বিরাটের বেঙ্গালুরুর দিকেই চ্যাম্পিয়ন তকমা থাকার ইঙ্গিত দিয়েছে এআই প্ল্যাটফর্মটি
Gemini:
এই কৃত্রিম বুদ্ধিমত্তার মতে ম্যাচের দিন টস ও পারফর্মেন্সের সঙ্গে বড় ভূমিকা পালন করবে আবহাওয়া। তবে পারফরমেন্সের বিচারে বেঙ্গালুরুর দিকেই জয় ট্রফি যাওয়ার কথা জানিয়েছে একি প্ল্যাটফর্মটি।
ChatGPT:
স্পষ্টভাবে এই এআই সংস্থা জানিয়েছে পাঞ্জাব কিংসের বিপক্ষে ধারাবাহিক জয়ের ফলে ফাইনালেও জয়ী হতে পারে আরসিবি।
সব মিলিয়ে তিনটি এআই সংস্থাই বেঙ্গালুরুকে এগিয়ে রেখেছে এআই।

Leave a comment