বারো বছর পর ২০২৫ সালে আয়োজিত হতে চলেছে মহিলা ওয়ান-ডে ক্রিকেট। ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর ভারত ও শ্রীলঙ্কায়‌। আয়োজক দেশ হিসেবে ভারত থাকলেও পরবর্তীতে ভেন্যু হিসেবে বেছে নেওয়া হবে শ্রীলঙ্কার কলোম্বো শহরকে। কারণ পাকিস্তানকে এদেশে খেলতে দেওয়া হবে না বলেই এই হাইব্রিড নিয়ম প্রয়োগ করা হয়েছে।

প্রথম ম্যাচ শুরু হবে ৩০ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে । প্রথম সেমিফাইনাল ২৯ অক্টোবর গুয়াহাটি অথবা কলম্বোতে এবং দ্বিতীয় সেমিফাইনাল ৩০ অক্টোবর বেঙ্গালুরুতে হবে। ফাইনাল ম্যাচটি ২ নভেম্বর বেঙ্গালুরু অথবা কলম্বোতে হওয়ার কথা।

এই টুর্নামেন্টে অংশ‌ নেবে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, পাকিস্তান, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা

Leave a comment