সামনের বছর টি টোয়েন্টি ওয়ার্ল্ডকাপ। তাতেই সম্পূর্ণ মনোনিবেশ করতে একদিনের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল।

অস্ট্রেলিয়ার হয়ে ১৪৯টি ওয়ান-ডে খেলেছেন তিনি। ২০২৩ এ ওয়ান-ডে বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। ওয়ান ডে ক্রিকেটে তাঁর স্ট্রাইক রেট ১২৬। যা ওয়ান ডে ফর্ম্যাটে দ্বিতীয় সর্বোচ্চ। এই ফর্ম্যাটেই ৪টি সেঞ্চুরি ও ২৩টি হাফসেঞ্চুরি করেছেন তিনি। সেই সঙ্গে নিয়েছেন ৭৭টি উইকেট। ওয়ান ডে ক্রিকেটে মোট রান করেছেন ৩,৯৯০ এবং টেস্ট ম্যাচ খেলেছেন ৭টি।

তিনি নিজেই জানিয়েছেন পায়ে চোট থাকার কারণে ফিল্ডিং করতে সমস্যা হচ্ছিল। আর মাত্র ২ বছর পরই ওয়ান ডে ক্রিকেটের বিশ্বকাপ। তাই অতদিন পর্যন্ত তিনি পারতেন না খেলতে। তাই আগে থেকেই ওয়ান ডে ফরম্যাট থেকে অবসর নিলেন তিনি। তবে সামনের বছর যে টি টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে তার জন্য নিজেকে প্রস্তুত করবেন বলেও জানান।

Leave a comment