আজ প্রকাশিত হ’ল JEE Advance 2025 -এথ ফলাফল। সেখানে আবার শিরোনামে দেবদত্তা মাঝি। মেয়েদের মধ্যে সর্বভারতীয় প্রথম স্থানে রয়েছে সে। একইসঙ্গে আইআইটি খগড়পুর জ়োনে প্রথম স্থান অধিকার করেছে সে।
৩৬০ নম্বরের মধ্যে ৩১২ নম্বর পেয়েছে দেবদত্তা। ১৬ তম স্থানে রয়েছে কমন ব়্যাঙ্ক লিস্টে। মাঝ্যমিকে প্রথম ও উচ্চ-মাধ্যমিকে ষষ্ঠ স্থানে ছিল বর্ধমানের দেবদত্তা। তাকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “আইআইটি খড়গপুর জোনে শীর্ষে থেকে সমগ্র বাংলাকে গর্বিত করার জন্য তোমাকে শুভেচ্ছা জানাই, তোমার বাবা-মা শিক্ষক-শিক্ষিকাদেরকেও শুভেচ্ছা।”
রাজ্য বোর্ডের এই প্রথম কোনও ছাত্রী মেয়েদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে আইআইটির মতন সর্বভারতীয় স্তরের পরীক্ষায়।
মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১,৮০,৪২২। উত্তীর্ণ হয়েছে মোট ৫৪,৩৭৮ জন এর মধ্যে খড়গপুর জোন থেকে উত্তীর্ণ হয়েছে ৫,৩৫৩ জন।
দিল্লির রঞ্জিত গুপ্ত প্রথম স্থানে রয়েছে কমন ব়্যাঙ্ক লিস্টে। তিনি পেয়েছেন ৩৩২ নম্বর।

Leave a comment