টস হয়ে যাওয়ার পর যখন আম্পায়াররা মাঠ পর্যবেক্ষণ করছিলেন ঠিক সেই সময় নামল বৃষ্টি।

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হওয়ার কথা পাঞ্জাব বনাম মুম্বাইয়ের কোয়ালিফায়ার-২ ম্যাচ। বৃষ্টির কারণে শুরুই করা যায় না ম্যাচ।

খেলা শুরু না করা গেলে নিয়ম অনুযায়ী রয়েছে বাড়তি ১২০ মিনিট। তখনও ম্যাচ শুরা না করা গেলে লিগ তালিকায় ওপরে রয়েছে পাঞ্জাব। পাঞ্জাব সর্বোচ্চ স্থনে থেকে শেষ করেছিল ১৯ পয়েন্টে। মুম্বাই রয়েছে চতুর্থ স্থানে।

সুতরাং বৃষ্টি না থামলে নিয়ম অনুযায়ী ৩ জুন বেঙ্গালুরুর বিরুদ্ধে ফাইনাল খেলবে পাঞ্জাব।

Leave a comment