আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে কোয়ালিফায়ার – ২ এ মাঠে নামবেন পাঞ্জাব ও মুম্বাই। এই ম্যাচেই নির্ধারণ হবে দ্বিতীয় দল হিসেবে কে যাচ্ছে ফাইনালে।

এই ম্যাচেই ফিরছেন তারকা ক্রিকেটার যুজবেন্দ্র চহাল। তাঁর প্রত্যাবর্তন নিয়ে যথেষ্ট আনন্দিত তাঁর ফ্যান‌ সহ গোটা আইপিএল ক্রিকেট। বিগত তিনটি ম্যাচে কব্জিতে চোট থাকায় খেলতে পারেননী তিনি।

চহাল এখন সম্পূর্ণ চোট মুক্ত হলেও পুরোপুরি ফিট নয়। তবে ‘ডু অর ডাই’ এই হাইভোল্টেজ ম্যাচে পাঞ্জাবের তারকা লেখ স্পিনার খেলবেন বলেই খবর।

অন্যদিকে মুম্বাই শিবিরেও চোটের সমস্যা রয়েছে। গত ম্যাচে গুজরাত কে এলিমিনেট করার ম্যাচে চোটের কারণে মাঠে নামেন নি দীপক চাহার। এলিমিনেটর ম্যাচে ফিটনেসের সমস্যা হয়েছিল সূর্যকুমার যাদবের। তবে এইমুহুর্তে আর কোনও অসুবিধা নেই বলেই খবর।

Leave a comment