১ জুন থেকেই সারা দেশে কমল এলপিজি সিলিন্ডারের। তবে এই দাম কমেছে কমার্শিয়াল অর্থাৎ বাণিজ্যিক সিলিন্ডারের ক্ষেত্রে। সরকারি তল বিপণনকারী সংস্থাগুলিও সেই কারণে দাম কমিয়েছে।

এক থাক্কায় ১৯ কেজি সিলিন্ডারের দাম কমল ২৪ টাকা। বিশেষজ্ঞরা মনে করছেন, এরফলে হোটেল, ধাবা ও রেস্তোরাঁগুলি উপকৃত হবে। দাম কমতে পারে খাবারেরও। কিন্তু গৃহস্থলির গ্যাসের দাম কমেনি। এর আগে মে মাসে ১৯ কেজি সিলিন্ডারের দাম কমেছিল ১৪ টাকা ৫০ পয়সা। এপ্রিল মাসেও দাম কমেছিল ৪১ টাকা।

১ জুন থেকে মহানগরীতে কত হ’ল বাণিজ্যিক গ্যাসের দাম:
দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১৭২৩.৫০ টাকা।
কলকাতায় ১৮২৬ টাকা।
চেন্নাইতে ১৮৮১ টাকা।
মুম্বইতে ১৬৭৪.৫০ টাকা।
বেঙ্গালুরুতে ১৭৯৬.৫০ টাকা
নয়ডায় ১৭২৩.৫০ টাকা।
চণ্ডীগড়ে ১৭৪৩ টাকা।
ভুবনেশ্বরে ১৭৫২ টাকা।
জয়পুরে ১৭৫২ টাকা।

Leave a comment