আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নাম করে গ্রামের বেশ কয়েকজনের কাছে টাকা তোলার অভিযোগ উঠেছে প্রধান চদ্র পালের বিরুদ্ধে।
সরকারি দপ্তরের সাথে যোগাযোগ রয়েছে দাবি করে টাকা তুলে ছিলেন অভিযুক্ত বিজেপি নেতা এমনটাই দাবি করেন গ্রামের বাসিন্দা সোনালি তরফদার, শর্মিলা মণ্ডল, মমতা বিশ্বাস এমন কি অভিযুক্তের বিরুদ্ধে জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন অভিযুক্ত ওই মণ্ডল সভাপতি।
জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত মাস পাঁচেক আগে। আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নামে গ্রামের কয়েকজন বাসিন্দার কাছে ২০০০ টাকা করে তোলেন প্রধান পাল। বাসিন্দাদের কাছ থেকে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্কের বই সংক্রান্ত নথি জমা নিয়েছিলেন । পরে তালিকায় ওইসব পরিবারের নাম না থাকার কারণে বাসিন্দারা টাকা ফেরত চাইলে ওই বিজেপি নেতা বিষয়টি অস্বীকার করেন বলে অভিযোগ। এরপরেই সাধারণ মানুষরা জেলা পুলিশ সুপারের কাছে এই বিষয়ে অভিযোগ আকারে বিষয়টি নজরে এনেছেন ।
ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন বিজেপির মণ্ডল সভাপতি প্রধানচন্দ্র পাল । তাঁর আরও দাবি করেন,“বিজেপি দলে অনেকে রয়েছেন, যারা অন্যদল থেকে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁরাই ষড়যন্ত্র করে এই কাজ করেছেন।”জামালপুর ব্লকের তৃণমূলের সভাপতি মেহেমুদ খান বলেন,“এটা থেকেই বিজেপির চরিত্র বোঝা যায়। বাংলা আবাস যোজনা গরিব মানুষের প্রকল্প । সেখানেই মানুষকে ভুল বুঝিয়ে টাকা আদায় করছে বিজেপি।”

Leave a comment