কাবিল উদ্দিন শেখ-কে বিধানসভা উপনির্বাচনে টিকিট দিল কংগ্রেস। AICC -র সাধারণ সম্পাদক কে সি ভেনুগোপাল জানান কংগ্রেসের হয়ে লড়বেন সংখ্যালঘু প্রার্থী কাফিল উদ্দিন শেখ।
তৃণমূলের পর প্রার্থী দিল কংগ্রেস। মূলত ঐ অঞ্চলের সংখ্যালঘু ভোটের দিকেই নজর রয়েছে কংগ্রেস ও তৃণমূলের। এর আগে তৃণমূল ঐ আসনের প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদ কে প্রার্থী করে রেখেছে।

এদিন হুডখোলা গাড়িতে চেপে মনোনয়নপত্র জমা দেন তিনি। কংগ্রেস প্রার্থী দেওয়ায় কার্যত একপ্রকার নিশ্চিত হয়ে গেল, আসন্ন বিধানসভা ভোটে আলাদা হাঁটতে পারে বাম ও কংগ্রেস। তবে ঐ আসনে বামেরা প্রার্থী দেবে কিনা সেটা এখন সময়ের অপেক্ষা।

Leave a comment