দিঘা-ধাম বিতর্কের পরই এই ট্রেডমার্ক নেওয়ার ভাবনা সরকারের। নির্দিষ্ট কয়েকটি শব্দ ও শব্দবন্ধের উপর শুধুমাত্র পুরীর জগন্নাথ মন্দিরেরই অধিকার থাকবে – এই মর্মে দিঘার জগন্নাথ মন্দিরকে ‘ধাম’ বলা নিয়েও বিতর্কের জল গড়াল বহুদূর।

দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর থেকেই শুরু হয়েছে নানান বিতর্ক। সব কিছু নিয়েই পুরীতে শুরু হয় অশান্তি। সেবায়েতদের এক দল প্রশ্ন তোলেন, যুগ যুগ ধরে পুরীর জনন্নাথ মন্দিরকেই ‘ধাম’ বলে উল্লেখ করা হয়। সেখানে দিঘাকে কেন ‘ধাম’ বলা হবে।

এই নিয়েই বিতর্ক চরমে ওঠে। পুরীর জগন্নাথ মন্দিরের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন শব্দ এবং শব্দবন্ধর উপর স্বত্ব আরোপ করতে চলেছে ওড়িশা সরকার। এর ফলে এই নির্দিষ্ট শব্দ ও শব্দ বন্ধের উপর শুধুমাত্র পুরীর জগন্নাথ মন্দিরেরই অধিকার থাকবে। দিঘা-ধাম বিতর্কের পরই এই ট্রেডমার্ক দেওয়ার ভাবনা সরকারের।

Leave a comment