জয়-রাইডটি প্রায় ৩০ জনকে নিয়ে ঘুরতে শুরু করে। হঠাৎ ঘুরতে থাকা জয়-রাইড থমকে যায় মাটি থেকে ৫০ ফুট উচ্চতায়। আতঙ্কে চিৎকার করতে শুরু করে জয়-রাইডে থাকা শিশু, মহিলা ও অন্যান্যরা। মুহুর্তের আনন্দ বদলে যায় আতঙ্কের আর্তনাদে।
ঘটনাটি ঘটেছে একটি ফ্যামিলি অ্যামিউজমেন্ট পার্কে। ‘টপ গান’ নামক জয়-রাইডটি মাটির সঙ্গে উল্লম্বভাবে ওপর থেকে নীচে বৃত্তাকারে ঘুরছিল। হঠাৎ ঐ রাইডের ইঞ্জিনে বিকট আওয়াজ শুরু হয়। তারপরই সর্বোচ্চ উচ্চতায় থমকে যায় জয়-রাইড। প্রাণ ভয়ে আটকে থাকা মানুষ চিৎকার করতে থাকেন।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় ৩৫ জনের দমকল বাহিনী ও পুলিশ। স্থানীয়রাও এগিয়ে আসেন উদ্ধারকাজে। ৫০ ফুট উচ্চতায় আটকে পড়া মানুষদের জল বিস্কুট দিতে থাকা স্থানীয়রা। তারপর অবশেষে ‘স্কাই লিফ্ট’ পদ্ধতিতে ক্রেনের সাহায্যে নামিয়ে আনা হয় ঐ আটকে পড়া মানুষদের। প্রায় ৩ ঘন্টা পর উদ্ধার করা যায় ঐ আটকে থাকা মানুষদের।

Leave a comment