বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সম্প্রতি একটি সামাজিক অনুষ্ঠানে গিয়ে সমালোচনার স্বীকার হয়েছেন। এক ব্যক্তি নীতিশ কুমার কে উপহার স্বরূপ একটি গাছ দেওয়ায়, আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে উপহার গ্রহণ করলেন নীতীশ কুমার। নীতিশ কুমার সেই গাছ টি ওই ব্যক্তির মাথায় বসিয়ে দেন।
সম্প্রতি একটি অনুষ্ঠানে আমন্ত্রণ রক্ষার্থে গিয়েছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। শ্রদ্ধা জানাতে তাঁকে গাছের টব উপহার দেন এক ব্যক্তি। কিন্তু উপহার পাওয়ার পর অদ্ভুত আচরণ করলেন নীতীশ। ভরা মঞ্চে উপহারদাতার মাথার উপর সেই টব রেখে দিলেন তিনি। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক অনুষ্ঠান উপলক্ষে মঞ্চে বসে রয়েছেন নীতীশ। অতিথিকে শ্রদ্ধাজ্ঞাপন করতে তাঁকে গাছের টব উপহার দিলেন এক ব্যক্তি। আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে উপহার গ্রহণ করলেন নীতীশ।
সমাজমাধ্যমে বিহারের মুখ্যমন্ত্রীর এমন ভিডিয়ো ছড়িয়ে যাওয়ার পর নেটব্যবহারকারীদের অধিকাংশ তা নিয়ে সমালোচনা শুরু করেছেন। কারও দাবি, নীতীশের এমন আচরণ করা উচিত হয়নি। আবার এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘মুখ্যমন্ত্রী পদে থেকে ভরা মঞ্চে এমন রসিকতা করার অর্থ কী?’’ স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার এই ঘটনাটি বিহারের পটনার এক অনুষ্ঠানে ঘটেছে।

Leave a comment